fbpx

Basics

PLC

VFD

Stepper Motor

HMI

One-line Diagram

ডে-২১ : পিএলসির প্রোগ্রামিং ল্যাংগুয়েজ

প্রজেক্ট:পিএলসির প্রোগ্রামিং ল্যাংগুয়েজঃ

উদ্দেশ্যঃ

পিএলসি তে প্রোগ্রামিং করার জন্য বেশকিছু  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে নিচে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেয়া হলোঃ –

  • ল্যাডার ডায়াগ্রাম
  • ফাংশন ব্লক ডায়াগ্রাম
  • ইন্সট্রাকশন লিস্ট
  • স্ট্রাকচালার টেক্সট
  •  সিকুয়েন্সিয়াল  ফাংশন চার্ট

এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সবথেকে জনপ্রিয়  পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে  ল্যাডার ডায়াগ্রাম । বর্তমানে  ব্যবহৃত বেশিরভাগ  পিএলসিকে  ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ    মাধ্যমে প্রোগ্রাম করা যায়।

নিচে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নমুনাচিত্র দেখানো হলোঃ

 

                         

                                                      ল্যাডার ডায়াগ্রাম

    

                           

                                             ফাংশন ব্লক ডায়াগ্রাম

                                            সিকুয়েন্সিয়াল  ফাংশন চার্ট

                                                     

                                                         ইন্সট্রাকশন লিস্ট

      

পিএলসির বিভিন্ন ব্র্যান্ডের নাম ,কমিউনিকেশন ক্যাবল এবং প্রোগ্রামিং সফটওয়্যারপিএলসি তে প্রোগ্রাম করার জন্য এবং প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করার জন্য প্রত্যেকটি ব্যান্ডের আলাদা আলাদা প্রোগ্রামিং সফটওয়্যার এবং কমিউনিকেশন  ক্যাবল  রয়েছে।

নিচে বিভিন্ন ব্র্যান্ডের  পিএলসির নাম এবং সেই পিএলসির প্রোগ্রামিং সফটওয়্যার ও কমিউনিকেশন ক্যাবল এর নাম দেওয়া হলঃ